করোনাভাইরাস; দেশে নতুন আক্রান্তের সংখ্যা ২৬৬, আরো ১৫ জনের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৭ ২০২০, ১৫:২৫

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৬ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৫ জনের।

দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। মোট মৃত্যু হয়েছে ৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

মন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৬৬ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের।

এর আগে, বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।