করোনাভাইরাস: গণপরিবহন ও জনগুরুত্বপূর্ণ অনেক স্থানে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করছে ফুলপুর হেল্পজোন
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৯:১৯
নীহার বকুল। তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি;
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন ও জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করছে ফুলপুর হেল্পজোন । ফুলপুর হেল্পজোন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য মিলে ২৫ মার্চ হতে ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়ন এর রূপসী বাজার ও পাগলা,ইমাদপুর বাজার,ফুলপুর স্থানীয় পৌর বাসষ্টেশন এবং জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে তাদের এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।উল্লেখ্য গত ২৬ মার্চ সংগঠনটি তারাকান্দা উপজেলায় জীবানুনাশক স্প্রে করে। তারাকান্দা থানা, মধুপুর অস্থায়ী উপজেলা চত্বর, তারাকান্দা উপজেলা বাসষ্টেশন,বাজার,স্কুল রোড, কাকনী,গোয়াতলা,ধলী বাজার সহ গুরুত্বপূর্ন স্থানসমূহে জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছে। তাদের এই গুরুত্বপূর্ণ কার্যক্রম তারাকান্দা ও ফুলপুর এর সকল মহলে প্রশংসিত হচ্ছে।
তাদের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল সাইকেল,মোটর বাইক,সিএনজি,বাস,ট্র্যাক সহ অন্যান্য পরিবহণে জীবাণুনাশক স্প্রে করা।তাদের টিম লিডার জানান,যতোদিন পর্যন্ত এ মহামারী নির্মূল না হবে ততোদিন স্বেচ্ছাশ্রমে আমরা সামর্থ্য অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাবো।তবে সরকার বা কোন সহৃদয়বান সহয়তা করলে তা পুরো ২টি উপজেলায় সম্প্রসারণ করা হবে।