করোনাভাইরাস; কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৮ ২০২০, ১৮:৫৬

করোনা আতঙ্কে কক্সবাজারে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ইতোমধ্যে সমুদ্র সৈকতে থেকে পর্যটকদেরকে সরিয়ে নিচ্ছে জেলা টুরিষ্ট পুলিশ।
কক্সবাজারে অবস্হিত হোটেল মোটেল কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছেন। এই মুহুর্তে যারা হোটেলে অবস্হান করছেন তাঁদেরকে ফেরৎ যাওয়ার জন্য বলা হচ্ছে জেলা প্রশাসন থেকে। নতুন করে যাতে পর্যটক ঢুকতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারে দেশি বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তাই করোনা ঝুকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে। সৈকতের বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছে।