করোনাভাইরাস; আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৩ ২০২০, ১৮:১০
করোনা পরিস্থিতি প্রতিরোধে মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা এ ভূমিকা পালন করবেন। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিক খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। সীমিত আকারে চালু থাকবে গণপরিবহন ও মোবাইল ব্যাংকিং।