করোনাভাইরাসে আক্রান্ত ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন; আইইডিসিআর
একুশে জার্নাল ডটকম
মার্চ ২২ ২০২০, ১৬:৪৪

ফাইল ফটো
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। আইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
রোববার (২২ মার্চ) বিকেল ৩টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আগে আক্রান্তদের মধ্যে থেকে ২ জন এবং নতুন আক্রান্তদের মধ্যে থেকে আরো ৩ জনসহ এই ৫ জন সুস্থ হয়েছেন বলে জানান আইইডিসিআর পরিচালক।
এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।
সারা বিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।