করোনা ঝুঁকি নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন গ্রাম ডাক্তাররা
একুশে জার্নাল
এপ্রিল ১৬ ২০২০, ০৫:৪৪

সারাবিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে জনজীবন বিপর্যস্ত। মানুষ হয়ে পড়েছে গৃহবন্দি। বাংলাদেশেও অনেক ঝুকির মুখে।ঠিক তখনই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম সুরক্ষা সামগ্রী ছাড়াই গ্রাম ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। করোনাভাইরাস এর জনসচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কলারোয়া উপজেলার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম সাথে কথা বলে জানা যায়, কলারোয়া উপজেলায় প্রায় সাড়ে চারশত গ্রাম ডাক্তার রয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্দুস সাত্তারের নির্দেশনায় গ্রাম ডাক্তাররা এই সংকটময় মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাবঞ্চিত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
গ্রাম ডাক্তার নজরুল ইসলাম বলেন, আমরা আজ সকাল, এখন গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বর হলে করোনা আক্রান্তের ভয়ে ভূগছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে ভয় পাচ্ছে এসকল রোগীদেরকে কলারোয়া উপজেলার গ্রাম ডাক্তাররা জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং বিদেশ ও অন্য জেলা থেকে আগত সকলের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখছে। বাইরে থেকে আগত ও তাদের পরিবারের কারো শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা দিলেই তা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কাছে অবগত করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের সকল গ্রাম ডাক্তারদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান।
গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বড় বড় চিকিৎসকরা সর্দি-কাশি-জ্বর রোগী দেখছে না করোনা আতঙ্কে, তাই এখন গ্রাম ডাক্তাররাই আমাদের কাছে শেষ ভরসা। দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ গ্রাম ডাক্তারদের কথা আজীবন স্মরণ রাখবে বলে মনে করে করি।