করিমগঞ্জে বিএনপি নেতা বকুল গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:৪৩

কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিএনপি নেতা জহিরুল আলম বকুল গ্রেফতার হয়েছেন।
গতকাল (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম (বকুল) কে গ্রেফতার করেছে পুলিশ।

রাত ১২টায় উলুখলা নিজ বাড়ি থেকে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায় বলে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়।
গত ৮ ডিসেম্বর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম সুমনের মিছিল চলাকালীন হামলাকে কেন্দ্র করে এস আই জিয়াউর রহমান বাদী হয়ে ৪৩ জনের নামোল্লেখ করে ও অপরিচিত ৫০/৬০ জনকে আসামী করে মামলাটি করে। দন্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ ধারায় এস আই জিয়াউর রহমান ৯(১২)১৮ নং মামলাটি করে। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে কোর্টে চালান করে।

আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও এডভোকেট শওকত কবির খোকন জানান কোর্টে আজ কোন কার্যক্রম হয়নি।
এদিকে তার গ্রেফতারে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সিকদার তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা অনতিবিলম্বে তার মুক্তি কামনা করেন।