কবি মুহিব খান এবং আমার ভাবনা | মারুফ রুসাফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৮ ২০১৯, ১৭:২৭

জাগ্রত কবি মুহিব খান।যাঁকে এক সময় নিছক কবি
বলেই জানতাম।কিন্তু হঠাৎ পূবাকাশে চিনচিনিয়ে
জেগে ওঠা সেই সূর্যের ন্যায়;তিনিও জেগে
ওঠলেন রাজনীতির আকাশে।
ন্যাশনাল মুভমেন্ট।তাঁর স্বপ্ন।তাঁর সংগঠন।এ ব্যানার
হাতে নিয়েই তিনি এগিয়ে যেতে চান দূর হতে
বহু দূর।তিনি জানেন,এ পথ খুব পিচ্ছিল,খুব দূর্গম।
তবুও তিনি এসব কিছু পিছনে ফেলে ,সেই দূর
সীমানায় গিয়ে,ঘুনে ধরা এ সমাজের সামনে
তুলে ধরতে চান ন্যাশনাল মুভমেন্ট।
হয়ত জাতীর অনেকেই তা মেনে নিতে
পারবে না।এ মেনে না নেবার মাঝে ভক্ত-
অভক্ত সবাই আছে।অভক্তরা মেনে নিবে না;তা
তো স্বাভাবিক।কিন্তু ভক্তরা যখন মেনে নিবে
না;তখনই ব্যাপারটা হবে অস্বাভাবিক।ভক্তদের এ
মেনে না নেবার হয়ত অনেকেরই কারণ
হবে,প্রিয় কবি কে কবি হিসেবেই দেখতে চাই।
একজন রাজনীতিবিদ হিসেবে নয়।এ কারণটা একদম
বাতাসে উড়িয়ে দেবার মত নয়।তবুও ভক্তদের
উচিৎ বাতাসে উড়িয়েই দেওয়া।কারণ,কবিদের একটা
দূর ভাবনা থাকে।সেই দূর ভাবনা দিয়ে কবি মুহিব
খান,এ রাজনীতির ময়দানে এক বিশাল ভূমিকা রাখতে
পারবেন।এ আমার বিশ্বাস।
তাই,এসো হে প্রিয় তরুণ!কবি মুহিব খানের এই
নতুন ব্যানার কে স্বাগতম জানিয়ে সামনে এগিয়ে
যাবার পথ সুগম করি।
~রুসাফী॥
~যাত্রাবাড়ী॥