কবিতা- দগ্ধ দাগ
একুশে জার্নাল
মার্চ ১৮ ২০১৯, ০৭:১১

দগ্ধ দাগ
___
সাইদুর রহমান শুভ
__________
বুকের গহিনে দগ্ধ দাগ তরবারি পুড়িয়ে লাল করে খুচিয়ে রক্তাক্ত করার দাগ,
এ দাগ প্লাস্টিক সার্জারিতে মিশবে না!
মিশবে তোমার কোঁকড়া চুলের আলতো ছোয়ায়।
নতুন হৃদয় জন্ম হবে তোমার ওই দুটি কথায় _
পেলাম নাতো ভালোবাসা,
বুনে গেলাম মিছে আশা।
অবহেলার দগ্ধ দাগ সারাটিক্ষন জেগে থাকে,
বুকের পাজর যায় যে ভেঙে – তোমার দেখার পিপাসাতে।
হায়রে অবোধ কবি,আমি!
তুমি ভাবো অন্য কিছু,
আমি ছুটি তোমার পিছু
তোমার অবহেলাকেই বাসবো ভালো, ভালোবাসার মতোন করে।