কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৩০
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৯ ২০২০, ২১:০২
জুনাইদ আহমদ,ছাতক প্রতিনিধি:
ছাতকে হামলা ও সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়েছেন। শনিবার দুপুরে চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামে আরকুম আলীর ছেলে আসমত আলী ও মৃত ফজর আলীর ছেলে সিদ্দেক আলী পক্ষদ্বয়ের মধ্যে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হামলা ও সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে আসমত আলী পক্ষের রিপন মিয়া (২০), উকিল আলী (৬০), জিতু মিয়া (৫৫), আশিক মিয়া (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসমত আলী পক্ষের চান্দ আলী (৬০), শফিকুল হক (২২), লাল মিয়া (৩৫), আঈনুল হক (১৮), সরকুম আলী (৬৫), আলাল মিয়া (২৫), আনোয়ার মিয়া (৩০), আয়না মিয়া (৪০), সুন্দর আলী (২২), আসমত আলী (৫০), আঙ্গুর মিয়া (২৫), সিদ্দেক আলী পক্ষের সাদিকুর রহমান (২৫), আতিকুর রহমান (৩৫), মহিব (১৮), সাগর (২০) সহ আহতদের কৈতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে কবরস্থানের রাস্তা নির্মান নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের জিতু মিয়ার কাছ থেকে কবরস্থানের রাস্তার জন্য আসমত আলী তিন শতক জমি ক্রয় করেন। একই দাগের জমি থেকে সিদ্দেক আলীও পনেরো শতক জমি ক্রয় করেছেন। কিন্তু জমি ক্রয়ের পর সিদ্দেক আলী পুরো জমিটুকু দখলে নিতে চান। এজন্য আসমত আলীকে কবরস্থানে যাতায়াতের রাস্তা নির্মানে বাধা দেয়া হয়। শনিবার দুপুরে আসমত আলী কবরস্থানের রাস্তায় মাটি ভরাট করতে গেলে সিদ্দেক আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে আসমত আলীর উপর হামলা করে।
এসময় হামলায় আসমত আলী, রিপন মিয়া, উকিল আলী আহত হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম, এএসআই রেজাউল করিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।