কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৯ ২০১৯, ১৬:৫২

একুশে জার্নাল ডেস্ক: কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুনিজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৯/৮/১৯ ইং সকাল ১০ ঘটিকার সময় কনফিডেন্স কোচিং সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় ও কনফিডেন্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমেদ নাজুর সভাপতিত্বে প্রথমে কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের অষ্টম শ্রেণির ছাত্র রাকিব হাসান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানী নগর ওয়েলফেয়ার ট্রাষ্টের নির্বাহি সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবি জনাব মামুন মহিউদ্দিন,
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক ও লন্ডন আলহোদা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক জনাব মাওলানা আনিসুর রহমান,
.
বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবি জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওঃ-সিরাজুল ইসলাম।
.
প্রধান অতিথি মামুন মহিউদ্দীন তাঁর বক্তব্যের সূচনাতে কোচিং সেন্টারের ভুয়সী প্রশংসা করে বলেন সুশিক্ষিত হতে পারলে সমাজের গণ্যমান্য ব্যাক্তির কাতারে নিজেকে ও সমবেত করা যায়,যেমনঃ-জজ ব্যারিস্টার,ইন্জিনিয়ার ও এরকমই প্রতিষ্ঠানে সু-শিক্ষা অর্জন করে সমাজের উঁচু স্থানে আরোহন করেছেন।
.
পরে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি লন্ডন আলহোদা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন আমিও গ্রামের বিদ্যাপিট থেকে পড়ালেখা করে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্মাননা ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়েছি।আমি যদি অজপাড়া গ্রামের ছেলে হয়ে সু-শিক্ষা অর্জন করে বিরল সম্মানের অধিকারী হতে পারি তোমারা কেন পারবে না?পারতে তোমাদের হবেই।আমি চাই তোমরা প্রত্যেকেই নিজের মেধার বিকাশ ঘটিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছ।যাতে অন্ধকারের আভা এই সমাজ থেকে বিদুরীত হয়,আর সমাজ হয়ে উঠে অালোকিত।
.
অতঃপর জাললাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম উনার বক্তব্যে বলেন কোচিং সেন্টারে যে সমস্ত ছাত্র/ছাত্রী পড়ালেখা করছো এখানে আসার এই উদ্দেশ্য নয় যে তোমরা কোচিং সেন্টারের স্যাররা তোমাদের পরীক্ষার রিজাল্ট ভালো করে দিবেন।তাদের কাজ তোমাদর সঠিক ইন্সট্রাকশন দেওয়া ,ভালো ফলাফল অর্জন করতে হলে তোমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে।যদি এই মানসিকতা নিয়ে পরিশ্রম অব্যাহত রাখো তাহলে সফলতা আসবেই আসবে।
.
পরিশেষে প্রতিষ্ঠানের পরিচালক ও আজকের প্রোগ্রামের সভাপতি মোজাক্কির আহমেদ নাজু তাঁর দিকনির্দেশনা মূলক বক্তব্যে প্রতিষ্ঠানের সফলতা ও পরিকল্পনা প্রকাশের এক পর্যায়ে জানান অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশ সৃষ্টির লক্ষ্যে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে কনফিডেন্স কোচিং সেন্টার।কনফিডেন্স কোচিং সেন্টারে লক্ষ্য বানিজ্যিক নয় এর স্হির লক্ষ্য হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়া।যার দ্বারা সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে।কনফিডেন্স কোচিং সেন্টার চায় ছাত্র/ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে।যাতে কেউ অল্প পড়ালেখা করে দুমড়ে মুচড়ে না যায়।সবাই যাতে সুশিক্ষিত হয়ে গড়ে উঠে।
.
এছাড়া উপস্থিত শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসান, রুজেল আহমদ,ঝলক দেব
প্রমুখ।
.
অতঃপর গুনিজনদের মধ্যেে জনাব মামুন মহিউদ্দিন, জনাব মাওলানা আনিসুর রহমানকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
.পরিশেষে মাওলানা সিরাজুল ইসলামের দোয়ার মধ্যো দিয়ে আলোচ্য অনুষ্ঠানের সমাপ্তি হয়।।