কথা সাহিত্যিক রিজিয়া রহমান এর মৃত্যুতে বাংলাদেশ লেখক ফোরামের শোক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৬ ২০১৯, ১৬:০২

কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: জনপ্রিয় কথা সাহিত্যিক রিজিয়া রহমান আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ লেখক ফোরাম শোক প্রকাশ করেছে। এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে।

জনপ্রিয় কথা সাহিত্যিক রিজিয়া রহমান লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য স্মারক ও সম্মাননা।

১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে তিনি জন্ম গ্রহণ করেন। এরপর ৪৭-এর দেশভাগের পরে পরিবারের লোকজনের সাথে বাংলাদেশে চলে আসেন।

তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো- অগ্নিস্বাক্ষরা , নির্বাচিত গল্প, চার দশকের গল্প, দূরে কোথাও।

উপন্যাস হলো- ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অরণ্যের কাছে, অলিখিত উপাখ্যান, শিলায় শিলায় আগুন, ধবল জোত্‍স্না, সূর্য সবুজ রক্ত, একাল চিরকাল, ঝড়ের মুখোমুখি, প্রেম আমার প্রেম।