কক্সবাজার ছাত্রলীগের কমিটি ঘোষণায় উত্তপ্ত শহর

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০২০, ১৪:০৪

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতিসহ ৩ পদে ১৪ জনের নাম ঘোষণা নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে পর্যটন শহর কক্সবাজার। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা।

তারা এসময় ঘোষিত নতুন কমিটি মানি না মানব না বলে শ্লোগান দেয়। কক্সবাজার জেলা ছাত্রলীগের কর্মীরা শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প ও বিলকিস মার্কেটের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভসহ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে পুরো শহরে বিক্ষোভ চলছে। অনুরুপভাবে জেলার বিভিন্ন স্থানেও বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করছে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব- সভাপতি এসএম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মারুফ আদনানসহ তিনটি পদে ১৪ জনের নাম ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে বিক্ষোভ মিছিল চলে জেলাব্যাপী।