কক্সবাজার কবিতা চত্বরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৮ ২০২০, ১৩:৩৪

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরের সাগরতীর কবিতা চত্বর এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় একটি দেশিয় বন্দুক, কার্তুজ, গুলির খালি খোসা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ২৮ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহজাহান কবির।

ওসি বলেন, স্থানীয়দের দেয়া খবরে কবিতা চত্বর গিয়ে দেখা যায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। একই সাথে বন্দুক, গুলি ও ইয়াবাও পাওয়া যায় লাশের পাশে। ধারণা করা হচ্ছে, দুই ইয়াবা কারবারির গ্রুপের মধ্যে গোলাগুলিতে হয়ত একজন নিহত হয়েছে। পুলিশ এবিষয়ে তদন্ত করছে।