কক্সবাজারে বিজিবির অভিযানে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ২১:৪৬

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি কর্তৃক মালিকবিহীন ২৫,২০০ পিস ইয়াবা, একনালা বন্দুক ১ টি এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে। বিকাল আনুমানিক ৪ টার কিছু সংখ্যক চোরাকারবারীকে পাহাড়ী এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে।

এসময় চোরাকারবারীদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৫,২০০ পিস ইয়াবা, দেশীয় তৈরী একনালা বন্দুক ১ টি ও তাজা কার্তুজ ২ রাউন্ড উদ্ধার করে।