কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৯ ২০২০, ২১:০৪

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারে কলাতলি এবং সুগন্ধা এলাকায় উন্মুক্ত পরিবেশে খাবার শিতলীকরণ, একই ফ্রিজে রান্না, কাচা মাংস এবং খাবার সংরক্ষণ, কারিতে অগ্নিনির্বাপক সিলিন্ডার না রাখা, মূল্য তালিকা না রাখা, মেয়াদোর্ত্তীণ বিস্ফোরক লাইসেন্স এবং স্বাস্থ্য মেনে না চলার অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ কক্সবাজার জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে-কলাতলি এলাকার লেয়ারস এন্ড কনফেকশনারীকে ৫০ হাজার টাকা, মেসার্স আলম এন্টারপ্রাইজকে ৩ হাজার এবং সুগন্ধা পয়েন্ট এলাকার হোটেল আইলেন্ডিকে ৫ হাজার টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন জানান, অভিযানকালে জরিমানার পাশাপাশি মুদির দোকান, রেস্টুরেন্ট, বেকারি, গ্যাসের দোকানসহ বিভিন্ন ব্যাবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সাথে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা, এবং আগত অতিথিদের সাথে শোভন আচরন করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন এপিবিএন-১৬ এর এক দল সদস্য।