কক্সবাজারে করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৫ ২০২০, ১৮:১১

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার;

কক্সবাজারে করোনায় মারা গেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী সাঈদ হোসেন(৩৬)।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাঈদ হোসেন কক্সবাজার সদরের লিংক রোড এলাকার এছারুল হক সিকদারের পুত্র। তিনি লিংকরোড “হঁট চিলি” নামক রেস্টুরেন্টের মালিক। ১৬ জুন তার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ ব্যবস্থা না থাকায় তাকে ওইদিনই চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।