কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৬ ২০২০, ১৪:০৪

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ পিস ইয়াবাসহ মোঃ রসিদ(৩৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামী হল,মোঃ রসিদ (৩৫) উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮(ব্লক-বি-১৫) এর ইউসুফ আলীর ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা। আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন।