কক্সবাজারে ‘আড্ডা বাড়ি শেফ ফুডে’ পঁচা-বাসি খাবার, জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৮ ২০২০, ২৩:০৭

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার ’আড্ডা বাড়ি’ শেফ ফুড নামের প্রতিষ্ঠানটি সবারই পরিচিত। সেই শেফ ফুডে চলছে পচা-বাসি খাবার, চিকেনের জন্য তৈরি চসসহ নানা খাবার অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে। এসব অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও ভ্যাট দেয়ার রশিদ না থাকাসহ নানা অভিযোগে সুগন্ধা পয়েন্টের তরঙ্গ রেস্টুরেন্টকে ৫০ হাজার, রুপসী বাংলাকে ২০ হাজার, বিরাম রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে শহরের এসব রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এসব রেস্টুরেন্ট মালিকদের হুঁশিয়ারি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।