কওমী স্টুডেন্ট ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত; ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৯ ২০২৪, ১৫:৪৭

সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ)-এ অধ্যয়নরত কওমী মাদরাসা পড়ুয়াদের অরাজনৈতিক সংগঠন  “কওমী স্টুডেন্ট ফোরাম (এম.সি. কলেজ সিলেট)’র সাধারণ সভা ক্যাম্পাসের শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বাদ যুহর মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি হুসাইন আহমদ।

সাংগঠনিক সম্পাদক ফয়যুর রহমান সংগঠনের স্মৃতিচারণ করে নবীনদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। সাধারণ সম্পাদক হুসাইন আলতাফের সঞ্চালনায় উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে আলোকপাত করেন হাবিবুর রহমান। তারপর উন্মুক্ত আলোচনায় নবীন-প্রবীণ সকলেই অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি হুসাইন আহমদের প্রস্তাব অনুযায়ী সাবেক কমিটি বিলুপ্ত করা হয় এবং উপস্থিতিদের সম্মতির ভিত্তিতে কামরুল ইসলাম বিন নূরকে আহ্বায়ক ও তোফায়েল আহমদকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক মোঃ সুলতান মনসূর,  যুগ্ম সদস্য সচিব:আব্দুল বাসিত, সদস্য আশরাফ আলী, সদস্য: আবুল হাসান, সদস্য সাজিদুর রহমান। ৭ সদস্য তাদের পরামর্শের ভিত্তিতে আরো ২ জন সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।