কওমী শিক্ষার আধুনিকায়ন ও কুরবানী শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০১৯, ০১:১৭
নগর প্রতিনিধি;নগরীর অক্সিজেনস্থ জামিয়া দারুল আফকার আল ইসলামিয়ার উদ্যোগে আজ (৬আগস্ট) মঙ্গলবার, সন্ধা ৭টায় জামিয়া মিলনায়তনে প্রিন্সিপাল বিদগ্ধ লেখক ও গবেষক মাওলানা জাকারিয়া হাসনাদীর সভাপতিত্বে “কওমী শিক্ষার আধুনিকায়ন ও কুরবানী শীর্ষক” এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামি চিন্তানায়ক,লেখক ও গবেষক আল্লামা ড.আ ফ ম খালিদ হোসাইন।



