কওমি শিক্ষার স্বীকৃতির মাধ্যমে সরকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে-বরুণার পীর সাহেব
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৭ ২০১৮, ১৮:৫৭
এহসান বিন মুজাহির: সিলেট মৌলভীবাজার জেলার বরুণার পীর সাহেব, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী বলেছেন, কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি ছিল দীর্ঘদিনের দাবি। স্বীকৃতি ছিল আমাদের ন্যায্য অধিকার। দারুল উলুম দেওবন্দের আট মূলনীতি ও কওমী স্বকীয়তা বজায় রেখে
কওমি মাদারাসা সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি প্রদান করায় বর্তমান সরকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর বেলা ২ টায় বরুণা মাদ্রাসায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন-সরকারি স্বীকৃতির
মাধ্যমে ইলমে দ্বীনের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটেছে এবং আলেম উলামা ও পীর মাশায়েখ, ছাত্র জনতার আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এরর মাধ্যমে আকাবির আসলাফদের বহুদিনের দাবী পূরণ হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম ও শায়খুল হাদীছ মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হাফেজ মাওলানা ওলিউর রহমান বর্ণভী, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মুজুল, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা আব্দুল হাই উত্তসুরী, মাওলানা সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিউল আলম।
এদিকে ইংল্যান্ড থেকে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী কওমী সনদের সরকারি স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।