কওমি মাদরাসা খুলে দেয়ার দাবিতে সম্মিলিত প্রচেষ্টা শুরু
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১১ ২০২০, ১২:০২
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসায় খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ এর মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, ড. মাওলানা মুশতাক আহমদ, আল্লামা ইয়াহ-ইয়া মাহমুদ সহ একটি প্রতিনিধিদল।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নূরিয়ার নাজেমে তালীমাত ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, শায়খুল হাদীস মাওলানা শেখ আজীমুদ্দীন, নূরিয়ার প্রধান মুফতি মুজিবুর রহমান, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, দফতর সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, থানা সেক্রেটারী মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন, মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।
যে কোন মূল্যে কওমী মাদরাসার সকল বিভাগ খুলে দেয়ার সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেন।