ওয়াশিংটনে বন্যা, হোয়াইট হাউজে পানি
একুশে জার্নাল
জুলাই ০৯ ২০১৯, ১৫:০৩
ওয়াশিংটনে আকস্মিক বন্যায় বৃষ্টির পানি ঢুকেছে হোয়াইট হাউজের বেইজমেন্ট। যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যারিলান্ডসহ বেশ কিছু রাজ্যে।
আবহাওয়া অফিস জানায়, এ পর্যন্ত প্রায় ছয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এসব অঞ্চলে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওয়াশিংটনের রোনাল্ড রেগান এয়ারপোর্ট এলাকায়। তলিয়ে গেছে প্রধান সড়কসহ, শতাধিক ঘরবাড়ি।
এদিকে সোমবার প্রবল বৃষ্টিতে হোয়াইট হাউজের ওয়েস্ট উইং অফিসের বার্তা বিভাগে পানি ঢুকে পড়ে। দুর্ঘটনা এড়াতে গাড়ি নিয়ে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলছে দুটি রাজ্যে।