ওয়াকফ দেওবন্দ মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৪ ২০১৮, ১২:০৪

আজ শনিবার (২৪ এপ্রিল) ভারতের দারুল উলুম দেওবন্দ(ওয়াকফ)এর মুহতামিম কারী তৈয়্যব সাহেব রহ.এর সাহেবজাদা,খতিবুল ইসলাম মাওলানা সালেম কাসেমী (রহ.) যোহরের নামাজের পর ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
উনার মৃত্যুতে মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ শোকবার্তা জানিয়েন।