ওসমানী নগরে আল-হেরা’র বৃক্ষরোপণ কমর্সুচী সম্পন্ন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২০ ২০২০, ১৯:৫০

ওসমানীনগর প্রতিনিধি: 

আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর ভাড়েরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।. শনিবার (২০ জুন) এ কর্মসূচি পালিত হয়।

বৃহত্তর ভাড়েরা ও পার্শ্ববর্তী এলাকা তথা আমিনপুর, রঙ্গিয়া, কাদিপুর, মাধবপুর, চক-সর্দারপাড়া, ভাড়েরা, পূর্ব রুকনপুর, পশ্চিম রুকনপুর, কমরপুর ও ষাইটধা গ্রামের স্কুল, মাদরাসা ও মসজিদসমূহে ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আল-হেরার উপদেষ্টা হা. মাও. সৈয়দ শাহ জুবায়ের আহমদ জুবের, সভাপতি মাও. শাকির আহমদ, সহ-সভাপতি আতিকুর রহমান, অর্থ সম্পাদক আবু তাহের তুহিন, সহ-অর্থ সম্পাদক হা. ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক মাও. শামসুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক ফরিদ আহমদ, সদস্য তাইদুল ইসলাম, কাওসার আহমদ, আব্দুল মুমিন, জাকির হোসেন, সাদিকুর রহমান সাদেক, সিরাজুল ইসলাম সিজু, আবু মুসা প্রমুখ।