ওসমানীনগর উপজেলা পরিষদের ৪১তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১০ ২০২০, ২১:৫৩

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মঙ্গল চন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা সমন্বয় পরিষদের সভাপতি স্থানীয় উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) আফসানা তাসলিমের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান এমজি রাসুর খালেক আহমদ,গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, দয়ামীর ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন,উছমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক,সাদিপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আব্দুল হামিদ, প্রসাশনিক কর্মকর্তা রঞ্জিত চৌধুরী, উপজেলা প্রকৌশলী নাজমুল করিম, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম সহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাগণ ও কমিটির সদস্যবৃন্দ।