ওসমানীনগর উপজেলা ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ’২০ অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ১৬ ২০২০, ০০:১১
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়দ্বীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানী নগর উপজেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ১৫অক্টোবর’২০, বৃহস্পতিবার, বিকাল ৩টায় তাজপুর মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রথম অধিবেশনে উত্তর শাখা সভাপতি শাকিল আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ শাখা সভাপতি আজমল হোসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার পূণ-মনোনীত সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
সমাবেশে ২০২০-২১সেশনের জন্য ওসমানী নগর উপজেলা দক্ষিণ শাখার সভাপতি পুণঃনির্বাচিত হন আজমল হোসাইন, সেক্রেটারি মনোনীত হন রেজাউল করিম সাব্বির। উপজেলা উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন শাকিল আহমদ, সেক্রেটারি মনোনীত হন জালাল হোসাইন।
সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল ইসলাম , খেলাফত মজলিস ওসমানী নগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ, মাওলানা সাইফুদ্দিন মাজমুন প্রমূখ।