ওসমানীনগরে সাদিপুর ইউপি উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন ৪ প্রার্থী
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৩ ২০২০, ২০:৫২
আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চার জন প্রার্থী ।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিল যারা করলেন তারা হলেন
স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কবির উদ্দিন আহমদ, বিএনপি দলীয় প্রার্থী আব্দুর রব আল-মামুন ও আরেকজন স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল আজিজ।
মনোনয়পত্র দাখিলের সময় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি নেতৃবৃন্দ ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবদুর রবের মৃত্যুজনিত কারণে ২০ অক্টোবর উপনির্বাচনের সিডিউল ঘোষনা করে নির্বাচন কমিশন। সিডিউল অনুযায়ী গতকাল ছিল মনোনয়পত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আবু লায়েশ দুলাল চার প্রার্থীর মনোনয়ন দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই সম্পন্ন হবে।