ওসমানীনগরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০২০, ০১:২১

নভেল করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে ২৩ তারিখ থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত ওসমানীনগরের সুপারমার্কেটসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওসমানীনগরের গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়াসহ সকল বাজারের মার্কেট বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, ঔষধের দোকান এবং খাবারের দোকান ছাড়া হাট বাজারের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জন। এ পর্যন্ত শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও দুইজনের শরীরে এখন আর সংক্রমণ নেই। তারা বাড়ি ফিরে যাবেন। এখন মোট ২০ জন চিকিৎসাধীন আছেন।