ওসমানীনগরে শাহ ইসহাক (রহঃ) ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র ঈদ গিফট বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৯ ২০২০, ২১:১৮

ওসমানীনগর প্রতিনিধি: অদ্য ১৯-০৫-২০ইং মঙ্গলবার দুপুর ৩ ঘঠিকায় ওসমানীনগর শাহ ইসহাক (রহঃ) ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ কের পক্ষ থেকে সিলেট এর ওসমানী নগর উপজেলার পশ্চিম পৈলনপুর ও বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে "করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ" দুস্থ ও অসহায় ৬৫০ পরিবারের মধ্যে ঈদ গিফট বিতরণ করা হয়। এই দুই ইউনিয়নের বিভিন্ন স্পটে বিতরণ কার্যের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান বড় হাজীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওঃ শাহ মাহবুব আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বিশিষ্ট আলেম মাওলানা শাহ আরিফ রব্বানি (গলমুকাপন পীর বাড়ী), জামেয়া মদীনাতুল উলুম মহিলা টাইটেল মাদরাসা বড় হাজীপুর এর নায়েবে মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জুনাইদ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আকছার মিয়া ও প্রবাসী বুলবুল আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারনে গৃহবন্দি মানুষ অসহায় অবস্থায় দিনযাপন করছে । শাহ ইসহাক (রহঃ) ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ কের পক্ষ থেকে ঈদ গিফট হিসাবে যে সব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তাতে কিছুটা হলেও উপকৃত হবে উপজেলার এই দুই ইউনিয়নের ৬৫০টি পরিবার । বর্তমান দুর্যোগময় মুহুর্তে সকল সংগঠন, প্রবাসী এবং ভিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তারা ।