ওসমানীনগরে শহীদদের স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৮ ২০২২, ১৯:৫৬

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ১৯৭১ সালের ২৬ মে গণহত্যায় শহীদগনের স্বরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে (শনিবার) সকাল ১০ টায় উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের ইকবাল আহমদ উচ্চ বিদ্যায় এন্ড কলেজের কন্ফারেন্স হল রুমে বুরুঙ্গা শহিদ স্মৃতি পরিষদ সভাপতি শ্রী নিবাস চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক গোবিন্দ চরণ দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আবুল ফজলফাত্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ধিরেন শিংহ।

বক্তব্য রাখেন তিলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা রানী চক্রবর্তী, শহিদ স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি শেখ ফয়ছল আহমদ, শিক্ষক মহেশ কুমার দাশসহ আরো অনেক।