ওসমানীনগরে মুকাব্বির খানের অফিসে তালা, রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম
একুশে জার্নাল
ডিসেম্বর ২৭ ২০১৮, ১৯:৩৯
একুশে জার্নাল ওসমানীনগর: সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে গণফোরামের মনোনিত প্রার্থী মোকাব্বির খানের নির্বাচনী কার্যালয়ে তালা দিয়েছে ওসমানীনগর উপজেলা ছাত্রদল। তাদেরকে মূল্যায়ন না করার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার বিকেলে মোকাব্বির খানের তাজপুরের নির্বাচনী কার্যালয়ে তালা দেয় ছাত্রদল। ১ঘন্টা পর স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে অফিসের তালা খুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা মোকাব্বির খানকে আল্টিমেটাম দেন। সংগঠনের নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচারণা ও ছাত্রদলকে মূল্যায়ন করা সহ বিভিন্ন দাবি নিয়ে রাত ৮টার মধ্যে সবকিছু মেনে নেয়ার আল্টিমেটাম দেয় স্থানীয় ছাত্রদল।
ওসমানীনগর উপজেলা ছাত্রদল ও তাজপুর কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ অভিযোগ করে বলেন, ইলিয়াস আলী ও তাঁর পরিবারের নাম ভাঙ্গিয়ে প্রচারণা চালালেও তাঁর হাতেগড়া ছাত্রদলকে মূল্যায়ন করছেন না মোকাব্বির খান। অথচ বিএনপি সমর্থন দেয়ার সাথে সাথেই ছাত্রদল তাঁর জনশূন্য প্রচারনাকে একদিনেই পূর্ণ করে তুলেছিল। তাঁরা অভিযোগ করে বলেন, মোকাব্বির খান নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস ও তাঁর পত্নী লুনার নাম ভাঙ্গিয়ে ভোট আদায় করতে চাচ্ছেন। অথচ তিনি উপজেলা ছাত্রদলের কাউকেই গুরুত্ব দিচ্ছেন না।