ওসমানীনগরে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের খাদ্য দিলেন উপজেলা নির্বাহী অফিসার
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৮:৫৮

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা তাহমিনা আক্তার । আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিনটি ইউপির হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার।
উপজেলার ৩টি ইউপি গোয়ালাবাজার, তাজপুর ও উছমানপুর ইউপির ৫০জন গরীব হতদরিদ্র প্রত্যেককে ১ কেজি চাল, কেজি আলু, কেজি ডাল ও ২লিটার সয়াবিন তেল নিজ হাতে তুলে দেন। ইউএনও নিজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় খুশিতে আপ্লুত খাদ্য গ্রহরকারী এই ৫০জন হতদরিদ্র মানুষ। নিজ হাতে করে বাড়িতে বাড়িতে গিয়ে গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে ইউএনও মোছা. তাহমিনা আক্তারও বিষন খুশি। তিনি জানান, অনেক হয়তো মনে করছেন কিছু লোক খাদ্য হায়তা পাচ্ছে অন্যরা পাচ্ছে না সবাই সায়তা পাবে আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৫টি ইউপির হতদরিদ্র মানুষের মাঝে এ ভাবেই বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে যাতে গরীব মানুষ এ সংকটে কিছুটা হলেও তাদের উপহারে আসে। করোনা ভাইরাসের কারণে সাবাইকে এক জায়গায় এনে খাদ্য সামগ্রী দেয়া যাচ্ছে না। খাদ্য সামগ্রী বিতরণ কালে ইউএনও’র সাথে ছিলেন, এসিল্যান্ড আফসানা তাসলিম, উপ-সহকারী প্রকৌশলী আলশগীর রেজা ও ইউএনও অফিসের অফিস সহকারী মোশফিকুর রহমান জুলফিকার।