ওসমানীনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ উপহার বিতরণ
একুশে জার্নাল ডটকম
মে ২৩ ২০২০, ২০:১৪

করোনা দুর্যোগ ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মে শনিবার বিকাল ২ঘটিকার সময় “আন-নূর একাডেমী” তাজপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার উদ্যোগে গরীব ও কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা শাখার সভাপতি মাওলানা জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ হাবীবুর রহমান জাহানের পরিচালনায় বিতরণ কার্যক্রম সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ ফয়ছল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাউছার আহমদ নোমানী।
উপস্থিত ছিলেন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আশরাফ আলী, মাওলানা রশিদ আহমদ, মাওলানা জাকির আহমদ, হাফিয মনছুর আহমদ, হাফিয আব্দুস সালাম, হাফিয সৈয়দ দিলওয়ার হুসাইন, শামীম আহমদ,আবুল কালাম প্রমুখ।