ওসমানীনগরে বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্মেনান্টের উদ্বোধন আজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৩:৫২

কে এম রায়হান::বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে আজ শুক্রবার রাত ৮টায় ওসমানীনগর উপজেলা দয়ামীর বাজার হাই স্কুলে মাঠে শুভ উদ্বোধক করা হবে বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট ২০২০। উক্ত খেলায় সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন।

খেলায় ১ম পুরস্কার ৩০,০০০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি, ২য় পুরস্কার ২০,০০০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি ও ৩য় পুরস্কার ২১” রঙ্গিন টিভি। উক্ত খেলায় এন্ট্রি ফি ১০০০ টাকা।