ওসমানীনগরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ভবনের ছাদ ঢালাই কাজ সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৯ ২০২০, ১২:১১
আহমদ মালিক : সিলেটের ওসমানীনগর উপজেলায় নবপ্রতিষ্ঠিত মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর অর্থায়নে নির্মিত সম্প্রতি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের একমাত্র এই ভবনটি। এই ভবন নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিল।
ছাদ ঢালাইয় কাজের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল খালিক, সদস্য সামছুল ইসলাম শামি, সমাজসেবী ফখর উদ্দিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্য আব্দুল মতিন, সদস্য আনোয়ার হোসেন আনা, বিদ্যালয়ের শিক্ষক শায়খুল ইসলাম শায়েক প্রমূখ।