ওসমানীনগরে নেক ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ২৩ ২০২০, ১৭:৪৪

একুশে জার্নাল ডেস্ক: করোনার ভয়াল গ্রাসে সারা বিশ্বে চলে যাচ্ছে লাখো মানুষের প্রাণ। বাংলাদেশেও মারা যাচ্ছেন অনেক । এমন পরিস্থিতিতে সিলেট সহ দেশের বিভিন্ন জেলা পড়েছে লকডাউনের কবলে। এ অবস্থায় কর্মহীন ঘরবন্দি দিন পার করেছেন হত দরিদ্র অসহায়রা। তাদের সাহায্যে এবার এগিয়ে এসেছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা নেক ফাউন্ডেশন। গত ১১ (এপ্রিল) শনিবার ফাউন্ডেশনের উদ্যোগে ওসমানীনগরের খন্দকার বাজার এলাকার খাগদিওর গ্রামে শতাধিক হত দরিদ্র পরিবারে মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী।
বাড়ি বাড়ি গিয়ে দয়ামির ইউপি সদস্য আফরুজ আলী ও ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক আবরার মোস্তফা খান এবং এসময় তার সাথে ছিলেন আ: বারিক, আজাহার হোসেন, মামুন প্রমুখ। তারা প্রতি পরিবার কে ১০ দিনের খাদ্য বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, তৈল,পেঁয়াজ,রসুন ইত্যাদি।
উল্লেখ্য, নেক ফাউন্ডেশন ইউকে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খাঁনের সন্তান ও পরিবারের সদস্যদের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যেকোন দুর্যোগময় সময়ে দরিদ্র অসহায়দের সাহায্যে এগিয়ে আসে এই ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল আহমদ খাঁন জানান, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার প্রয়াস নিয়েই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে। দেশের যে কোন ক্রান্তিকালে আমরা অসহায় মানুষের পাশে দাড়াই, তাদের দু:খ দুর্দশা ভাগাভাগি করে নেই। এরই ধারাকাহিকতায় আমরা করোনার এই মহা দুর্যোগময় মুহুর্তেও তাদের পাশে দাড়িয়েছি।