ওসমানীনগরে দুই দিনে ৯ জনের নমুনা সংগ্রহ; ৬ জনই সাদিপুর ইউনিয়নের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২১ ২০২০, ১২:১০

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই ওসমানীনগরে নারায়ণগঞ্জ ও সাভার ফেরত দুই বোনসহ ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার ও রবিবার দুই ধাপে তাদের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার তাজপুর কদমতলায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৬জনের নমুনা সংগ্রহ করা হয়।

সোমবার নমুনা প্রদানকারী ৬জনের মধ্যে ১জন তরুণী ও ১জন কিশোরী দু’জনই আপন বোন। তারা সম্প্রতি ঢাকার সাভার ও নারায়নগঞ্জ ফেরত। অন্য ৪জন নমুনা প্রানকারী পুরুষ, তারা নারায়ণগঞ্জ ফেরত। নমুনা প্রদানকারী ৬জনই উপজেলার সাদীপুর ইউপির বসিন্দা ।

এদিকে গত দুই দিনে ওসমানীনগরে মোট ৯জনের নমুনা সংগ্রহ করা হলেও এদের মধ্যে রোববার যে ৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে।

তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমউিনিটি মেডিকেল অফিসার ডা. টুকুন কুমার কর্মকার বলেন, সোমবার ৬জনের ও রবিবার ৩ জনেরসহ মোট ৯ জনের নুমুনা সংগ্রহ করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে প্রেরণ করা হয়েছে।