ওসমানীনগরে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত অনেকেই পলাতক: ৩ জনের নমুনা সংগ্রহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ০৭:১৬

সিলেটের ওসমানীনগরে প্রায় অর্ধশত নারয়ণগঞ্জ ও ঢাকা ফেরত মানুষের মধ্যে মাত্র তিন জনের শরীরের রক্তের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার তাজপুর কদমতলার উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপজেলার তিনটি ইউপির ৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

যাদের নুমুনা সংগ্রহ করা হয়েছে তারা ৩জন উপজেলার উমরপুর, দয়ামীর ও গোয়ালাবাজার ইউপির বাসিন্দা।

৩ জনের মধ্যে ২ জন নারায়ণগঞ্জ ও ১ জন ঢাকা ফেরত বলে জানিয়েছেন নুমনা সংগ্রকারী মেডিকেল অফিসার ডা. গৌরি রানী দেবনাথ।

নমুনা সংগ্রহকালে সহযোগীতা করেন উপ-সহকারী স্বাস্থ্য অফিসার ডা. টুকুন কুমার কর্মকার।

জানা যায়, তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগামীতে করা হবে তাদের নমুনা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাবে পাঠানো হবে।

তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. গৌরি রানী দেবনাথ বলেন, রোববার থেকে আমরা তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত মানুষের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছি। আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নমুনা সংগ্রের কাজ চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত) ডা. এস এম শাহরিয়ার বলেন, ওসমানীনগরের মধ্যে সাদীপুর ইউনিয়নে নারয়ণগঞ্জ ফেরত মানুষ বেশী। গতকাল রোববার সকালে নমুনা সংগ্রহ করার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগের লোকজনদের তাদের বাড়িতে পাঠানো হলে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফোন বন্ধ করে তারা পলাতক রয়েছেন। এ দিকে পুলিশের তালিকা অনুযায়ী ওসমানীনগরে বিভিন্ন ইউপিতে নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত ৩৭জনের নামের তালিকা থাকলেও বাস্তবে প্রায় অর্ধ শতাধিকেরও বেশী মানুষ সম্প্রতি ওসমানীনগরে ফিরেছেন। এদের মধ্যে অধিকাংশই হোম কোয়ারেন্টিন না মেনে কেউ কেউ পলাতক রয়েছেন, আবার অনেকেই বাড়ির বাহিরে জনসমাগমে ঘুরে ফিরে বেড়াচ্ছেন বলে অনেকেই অভিযোগ করেছেন।