ওসমানীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১০ ২০২০, ১৮:৩২
আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেছেন দুর্যোগ থেকে জনগনকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। আর করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সিলেটের ওসমানীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
র্যালি সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপ সহকারী আলমগীর রেজার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, আ.লীগের সভাপতি আতাউর রহমানসহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,লুৎফুর রহমান, সেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লব সভাপতি শেখ ফয়ছল আহমদ, উদয়ন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ স্বপন সেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের রুমেল আহমদ, ফায়ার সার্ভীস কর্মী লিয়াকত মিয়া, চিত্ত বাবুসহ প্রমুখ।