ওসমানীনগরে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
জুন ২০ ২০২৫, ২২:২১

আজ বিকাল ৪টায় তাজপুর মঙ্গলচণ্ডি রোডস্থ দলীয় কার্যালয়ে খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সহ সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আনিসুর রহমান।
সভায় বিগত মাসের রিপোর্ট পেশ ও আগামী মাসের পরিকল্পনা গ্রহণ সহ উপজেলার সর্বত্র সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ শায়েখ, আজমল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফিজ মাওলানা আফজাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উদ্দীন, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা সালেহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন মাজমুন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম মশকুর, নির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন আরিফী, হাফিজ আব্দুল্লাহ কাপ্তান, আব্দুর রকিব, মাওলানা শামছুল ইসলাম সুমন, মাওলানা শিব্বির আহমদ, প্রমূখ।