ওসমানীনগরে খেলাফত মজলিসের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ
একুশে জার্নাল ডটকম
জুলাই ১০ ২০২২, ২২:৫৩
খেলাফত মজলিস ওসমানীনগর পশ্চিম পৈলনপুর শাখার উদ্যোগে স্থানীয় উলামা ও বন্যার্তদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
খেলাফত মজলিস ইউপি শাখার সহ সভাপতি কারী নুরুল আমিন, খেলাফত মজলিস নেতা মাওলানা মাসুম আহমেদ ও মাওলানা ফজলু আহমেদ কার্যক্রম পরিচালনা করেন।
উলামা ও বন্যার্তদের মধ্যে গোস্ত বিতরণে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, সিলেট পশ্চিম জেলা ছাত্র মজলিস সভাপতি মুজাম্মিল হক, ইউপি খেলাফত মজলিস সভাপতি হাফিজ আব্দুল্লাহ কাফতান, ,মাওলানা সাইফুদ্দিন মাজমুন ,থানা খেলাফত মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ ,খেলাফত মজলিস নেতা মাওলানা মইনুল ইসলাম মশকুর, ছাত্র মজলিস ওসমানীনগর সভাপতি আজমল হুসাইন ,মাওলানা ইসফা উদ্দিন মিসবাহ ,মাওলানা হিফজুর রহমান, মাওলানা জুবায়ের আহেমদ প্রমুখ।
উল্লেখ্য খেলাফত মজলিস লন্ডন শাখা দায়িত্বশীলরা স্পন্সর করেন। আল্লাহ প্রত্যেককে উত্তম জাযা দান করুন।