ওসমানীনগরে কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক ইজাজুল গ্রেফতার
একুশে জার্নাল
অক্টোবর ১৬ ২০১৯, ১৫:৪৭
একুশে জার্নাল ডেস্ক: ওসমানীনগরে এক হতদরিদ্র পরিবারের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক ইজাজুলকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
ধর্ষিতার মামা বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের সাদেক উল্যার পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ৮অক্টোবর সন্ধ্যায় কিশোরী (১৫) ঘরের পেছনে যাওয়ার পথে প্রতিবেশী ইজাজুল তার মুখ চেঁপে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী মেয়েটি তার স্বজনদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে ইজাজুল ধর্ষণের কথা স্বীকার করে।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে কিশোরীর মামা ইছন উল্যা বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করে। ’
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস এম মাইন উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যপারে মামলা দায়েরর পর মঙ্গল বার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষক ইজাজুলকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার তাকে আতদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।