ওসমানীনগরে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ রুনু পাল
একুশে জার্নাল
এপ্রিল ১৪ ২০২০, ১৮:৩০

আব্দুল হামিদ নাছার: সরেজমিনে ওসমানীনগর ঘুরে দেখা যায় করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে গোয়ালাবাজার ডাক্তার পল্লীতে চেম্বারে কোন ডাক্তার নেই । ফার্মাসি গুলি খোলা রয়েছে,শুধু দেখতে পেলাম বড় হাজিপুর বাজারে ডাক্তার রুনু পাল এর মা দূর্গা ফার্মেসি খুলা এবং চেম্বারে ডাক্তার। অনেকে যখন করোনা ভাইরাস ভয়ে চেম্বারে তালা ঝুলিয়ে আতংকিত। তখনও বুক ভরা সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে করোনা ভাইরাস আতংকিত না হয়ে মানুষ কে সচেতন হওয়ার আহবান জানাচ্ছেন এবং চেম্বারে রোগী ও দেখছেন।
ডাঃ রুনু পাল ব্লু স্টার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর বাজারে চেম্বারে রোগী দেখছেন নিয়মিত। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ ঘরে থেকে বের হচ্ছে না। ঠিক তখনই ডাঃ রুনু পাল মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তোয়াক্কা না করে মানব সেবায় এগিয়ে এসেছেন এবং মানুষদেরকে চিকৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবাদত মনে করে, যা সবাইকে মুগ্ধ করেছে। মানবতা ও জনসাধারণের জন্য সেবায় নিয়োজিত তার প্রকৃত মানবতাবাদী সমাজসেবী মনভাব প্রকাশ পেয়েছে।
ডাক্তার রুনু পাল জানান, তিনি একজন ডাক্তার হয়ে কিভাবে ঘরে বসে থাকবেন! আমি তো ডাক্তার হয়েছি রোগিদের সেবা করার জন্য। চিকিৎসকের দায়িত্বকে তিনি অনেক বড় করে দেখেন। করোনা আতংকময় দিনেও ঘরবন্দি না থেকে চিকিৎসা সেবা করে যাচ্ছেন অকুতো ভয়ে।
ডাঃ রুনু পালের মত এলাকায় ও দেশে আরো অনেক ডাক্তার তৈরি হোক। ডাক্তার রুনু পাল এর জন্য অনেক শুভ কামনা আর ভালোবাসা রইলো।