ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টার’র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১২ ২০২১, ২২:০৯

সিলেটের ওসমানীনগরের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ ১২/১১/২০২১ ইং রোজ শুক্রবার ওসমানি নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপনে একটি হলরুমে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে এবং শিক্ষক ঝলক দেবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের দশম শ্রেণীর ছাত্র মুহিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাক্তার সাকির আহমদ শাহিন সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানি নগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্লাহ স্যার।ওসমানী নগর উপজেলা কোচিং সেন্টার এসোসিয়েশনের সভাপতি এম,এ তাহের,আফসর মিয়া, সাবেক অভিবাবক সদস্য ওসমানী নগর মডেল উচ্চ বিদ্যালয়,তোরন আহমদ তালুকদার, সাবেক শিক্ষানুরাগী ওসমানী নগর মডেল উচ্চ বিদ্যালয়,মোবাশ্বির আহমদ রাজু, মাহবুব আহমদ রুমন, উদিয়মান তরুন লেখক।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসান,কোচিং সেন্টারের বিজ্ঞান শাখার সহকারী শিক্ষক ধ্রুব জ্যোতি দেব।অতঃপর শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে এইচএসসি পরীক্ষার্থী ইফফাত মাহদিয়া টিনা, এসএসসি পরীক্ষার্থী মুহিবুর রাহমান,দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার ইফা,অষ্টম শ্রেণির শিক্ষার্থী জয়নব বিবি তালুকদার,আতিফা বেগম, ষষ্ট শ্রেণির শিক্ষার্থী তানিয়া বিবি তালুকদার, সুমাইয়া জান্নাত ইজা প্রমুখ।
পরিশেষে কোচিং সেন্টারের আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাকির আহমদ শাহিন, বিশেষ অতিথি সানা উল্লাহ স্যার,কোচিং সেন্টারের পরিচালক ও দোয়া মাহফিলের সভাপতিকে মোজাক্কির আহমদ নাজু সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পরীক্ষার প্রয়োজনীয় মেটেরিয়াল বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে।ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।বক্তারা আরো বলেন প্রাতিষ্টানিক শিক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা তোমাদের শিক্ষার মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে হবে। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ কম্প্রোমাইজ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান।
বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।