ওসমানীনগরে কনফিডেন্স কোচিং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০২ ২০১৮, ১০:৫৭

সিলেটের ওসমানীনগরের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের বার্ষিক মডেল টেস্ট পরীক্ষার কৃতি ছাত্র/ছাত্রীদের পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ২/১২/১৮ ইং ডিসেম্বর আজ রবিবার। ওসমানি নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপন গ্রামের কলঘর বাজারে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিনিয়র শিক্ষক মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে এবং শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের সপ্তম শ্রেণীর ছাত্র রাকিব আহমদ
অনুষ্ঠান বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান,ওসমানি নগর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষানুরাগী তুরন তালুকদার, মােজাক্কির আহমদ,কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসান, কোচিং সেন্টারের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক অনিক দেব।এসময় কনফিডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে অনুষ্টানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমানকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।

পরে অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স কোচিং সেন্টার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, কনফিডেন্স কোচিং সেন্টার শিক্ষা নিয়ে বাণিজ্য করে না, মানুষের মেধাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে চায় না। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে উজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এ প্রতিষ্ঠানটি মূলত কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ কম্প্রোমাইজ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান। বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। পরে কৃতি শিক্ষার্থি বর্ণ জিৎ দেব,রাকিব হাসান নাবিল আহমেদ,বুরহান উদ্দিন,মিজান আহমেদ,মুন্নি বেগম, ছয় জনের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। অতঃপর পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে অনুপ্রেরনা মুলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।