ওসমানীনগরে একই রাতে কয়েকটি দোকানে চুরি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ১৯:০৪

আহমদ মালিক, ওসমানীনগর: সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় একই রাতে থানা সংলগ্ন উপজেলা পরিষদের ভবনের নিচের ২টি দোকান সহ ১০টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকার এই ১০টি দোকানে চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমানীনগর উপজেলা পরিষদের ভবেনর নিচের মার্কেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদের তাসনিয়া ফটোষ্ট্যাট এন্ড কম্পিউটার, একই মার্কেটের সামী এন্টার প্রাইজ, উপজেলার তাজপুর বাজারে নাজমা কমপ্লেক্সের রকি পেট্রলিয়াম, খাজা আছাব ভান্ডারি ম্যানশনে বগুড়া দই মিষ্টি ঘর, জনকল্যাণ ঋন দান সংস্থার কার্য্যালয়, তালেরতলের রায়হান মিয়ার সামিয়া স্টোর, কলেজ গেইটে আলা মিয়ার ফার্নিচারের দোকান, একই এলাকার বদরুল ইসলামের মুদি দোকান ও একটি চায়ের দোকানে চুরি সংঘঠিত হয়।

তালেরতলের সাদিয়া স্টোরের মালিক রায়হান মিয়া বলেন, তার দোকানে ৪টি তালা কেটে চুরেরা দামি দামি কসমেটিকের মালামাল, মোবাইল ফোনের কার্ড সহ প্রায় ১৫/১৬ হাজার টাকার মালা নিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি চুর সনাক্তে এবং চুরিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।