ওসমানীনগরে উপনির্বাচনে ৫ মাসের জন্য লড়ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৯ ২০২০, ১৮:০৭
আহমদ মালিক,ওসমানীনগর উপজেলা প্রতিনিধি: ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে গতকাল মধ্যরাতে, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) মোট ২১ হাজার ৮৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১১ হাজার ৭ পুরুষ ও ১০ হাজার ৮৭৬ জন মহিলা ভোটার।
আগামী বছরের মার্চে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মাত্র ৫ মাসের জন্য সাদিপুর ইউপি নির্বাচনে লড়ছেন ৪ প্রার্থী। তারা হচ্ছেন,
স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কবির উদ্দিন আহমদ (নৌকা), সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ), ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ (আনারস)।
উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রচারণার শেষ সময়সীমা পর্যন্ত নির্বাচনী মাঠে প্রার্থীর পক্ষে ঘাম ঝরিয়েছেন সকল প্রার্থীর নেতা-কর্মী সমর্থকরা।
‘কেমন নির্বাচন প্রত্যাশা করছেন’-এমন প্রশ্নের জবাবে নতুন ভোটাররা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেই আশা করছি, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, হুমকি দামকি ভয়ভীতি প্রদর্শন করে কেহ তার পছন্দের প্রার্থীর জন্য ভোট আদায় করতে চেষ্টা করবে না। অসৎ কাজ করে দুনিয়া জয় করলেও আখিরাত জয় করা অসম্ভব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েস দুলাল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইন-শৃংখলা বাহিনীর একাধিক টিম কাজ করবে। জাল ভোটার চিহ্নিত হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।