ওসমানীনগরে ইয়াবাসহ আটক ১
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৭ ২০২০, ১০:৪৩
ওসমানীনগরে ইয়াবাসহ শেরওয়ান আহমদ(৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজার থেকে ৫২ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে। সে উপজেলার গলমুকাপন(উত্তরপাড়া) এলাকার দরবেশ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করলে পুলিশ তার প্যান্টের পকেটে থাকা ৫২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে রাতে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।